শান্তিবাগের আধা কিমিতে অশান্তি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

সোমবার দুপুর একটা। হালিশহর শান্তিবাগ আবাসিক সড়ক। চলাচলের সড়কটিতে যান চলাচল বন্ধ। তাই বাধ্য হয়েই পথিমধ্যে রিকসা থেকে নেমে যেতে হলো গৃহিনী রায়হানা আকতারকে। এসময় তিনি খেদোক্তি প্রকাশ করে বলেন, গত আড়াই বছর ধরে আধা কিলোমিটার সড়কটি নিয়ে শনির দশা কাটছে না। কেউ এসে ড্রেন খুঁড়ে ফেলে রাখে, কেউ এসে রাস্তা খুঁড়ে চলে যায়। কারো কোন সমন্বয় নেই। বছরের বেশিরভাগ সময় সড়কটি বন্ধ থাকে। এজন্য বাধ্য হয়ে কাদা মাড়িয়ে বাসায় যাওয়া আসা করতে হয়। স্থানীয় দোকানি আলাউদ্দিন বলেন, শান্তিবাগ আবাসিকের মধ্যখানে একটি কালভার্ট করতে লেগে গেছে ৬ মাস। এই ৬ মাস পুরো সড়কটি বন্ধ করে দেওয়া হয়। অথচ একপাশ করে অন্যপাশ চলাচল উপযোগী রাখার কথা। গত কয়েকমাস আগে কালভার্টটি হয়ে গেলেও এখন গত একমাস ধরে ড্রেন তৈরির জন্য খোঁড়াখুঁড়ি চলছে। রাস্তার পাশে খুঁড়ে মাটি সড়কের মধ্যখানে জমাট করে রাখা হচ্ছে। আবার রাস্তার কাজের জন্য পানি নিকাশের পথগুলোও বন্ধ। এতে সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে থৈ থৈ করে পুরো সড়ক। আবার সড়কটি মেরামত করার জন্যও সময়ে সময়ে লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিন দেখা যায়, হালিশহর পুলিশ লাইনের পাশেই শান্তিবাগ আবাসিকের অবস্থান। আগ্রাবাদ এঙেস রোড থেকে নেমে কিয়ৎদূর গেলেই দেখা যায় লোকজন পাশের ফুটপাত দিয়ে হাটছে। ব্যবহারের সাইকেলটিও ফুটপাত দিয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ নেই। এখানে ড্রেনের মাটি খুঁড়ে রাস্তার উপর স্তুপ করে রাখা হয়েছে। ড্রেনের মাটি খুঁড়ায় রাস্তার পাশের দোকানগুলোও বন্ধ করে রাখতে হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত আড়াই বছর ধরেই আধা কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ চলছে। সিডিএ করছে ড্রেনের কাজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন করছে সড়ক উন্নয়নের কাজ। দুই প্রতিষ্ঠানের সমন্বয় না থাকায়, কেউ ড্রেন খুঁড়ে ফেলে রাখে, কেউ রাস্তা খুঁড়ে চলে যায়। এতে দুর্ভোগের অন্ত নেই এ এলাকার কয়েক হাজার বাসিন্দার। সামান্য বৃষ্টি হলেই কাদা মাড়িয়ে চলাচল করতে হয় তাদের।
এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ দৈনিক আজাদীকে বলেন, ‘শান্তিবাগ আবাসিকের সড়কটির ড্রেনের কাজ করছে সিডিএ। তারা কাজ শুরু করে ড্রেনের কাজ শেষ না করাতে আমাদের সড়ক উন্নয়নের কাজও করা যাচ্ছে না। এখন তারা ড্রেনের জন্য মাটি খুঁড়েছে। ড্রেনের কাজ শেষ হওয়ার সাথে সাথেই দ্রুত সময়ের মধ্যেই সড়কটির মেরামত কাজ শেষ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধদশজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ
পরবর্তী নিবন্ধলামার ঘটনায় ১৪২ জনের নামে মামলা, আটক ৪