শান্তিপূর্ণ পটিয়ায় কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না : এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১:৫৪ অপরাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ইতিহাস ঐতিহ্যের শান্তিপূর্ণ পটিয়ায় কাউকে দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি, একাত্তরের পরাজিত শক্তি বিএনপিজামায়াত দেশে বার বার ধ্বংসযজ্ঞে মেতে উঠে। তিনি আরো বলেন, ৭১ সালের পাকিস্তানীরা যুদ্ধের কৌশল হিসেবে বিভিন্ন রাস্তাঘাট ও ব্রিজ ভেঙ্গে দিয়েছিল। তারা কোন সরকারী স্থাপনায় হামলা বা ধ্বংস করেনি। কিন্তু বর্তমানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সহ্য করতে না পারা একটি গোষ্টী দেশের গুরুত্বপূর্ণ ও তিলে তিলে গড়ে উঠা বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে আগুন দিয়ে ধ্বংস করেছে। তাদের কোনভাবে ছাড় দেয়া হবে না। গতকাল বুধবার পটিয়া উপজেলা চত্বরে পটিয়ার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে তাৎক্ষণিক এক সভা শেষে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা আ.লীগ নেতা জহির উদ্দিন, পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ্‌ পলাশ, পৌরসভা আ.লীগ নেতা মফিজুর রহমান, ওয়ার্ড আ.লীগ নেতা মাহবুবুল আলম, উপজেলা যুবলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, যুবলীগ নেতা জহিরুল হক তালুকদার, আবু তাহের, পৌরসভা শ্রমিক লীগ নেতা মোজাম্মেল হক মাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মঞ্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাব্বির আহমদ, কৃষক লীগ নেতা নুরুল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকারবালার ইতিহাস ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ পৃথিবীর যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে হার মানায়