বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)’র ৩০ বছর ও (ইন্টারন্যাশনাল ড্রামা/থিয়েটার এডুকেশন এসোসিয়েশন) আইডিইএ ডে উপলক্ষে গত ২৭ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ‘শান্তি ও সমন্বয় সাধনে থিয়েটার’ শীর্ষক বৈঠকি আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আহমেদ মুনির, অভিনেতা ও নাট্য নির্দেশক সুমন বড়ুয়া টিংকু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সিরাজাম মুনীরা স্বর্ণা।
বিটার ৩০ বছরের যাত্রার একটি ভিডিওচিত্র প্রদর্শন এবং বিটার কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী ৩০ বছরের লোগো উন্মোচনের মাধ্যমে উক্ত আয়োজনের শুভ সূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাক্রাম্প। সবাইকে ধন্যবাদ জানান বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত। বিটার যুবাদের অংশগ্রহণে পাপেট প্রযোজনা ‘হা–রে–রে–রে–রে–রে’ পরিবেশিত হয়। সব শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রমা অবন্তি বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।