ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, তুরস্কে আয়োজিত শান্তি আলোচনায় রাশিয়া একটি ডামি প্রতিনিধি দল পাঠিয়েছে, যাদের তেমন কোনও কর্তৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই বলে তার মনে হয়েছে। খবর বিডিনিউজের।
ইউক্রেন যুদ্ধ অবসানে তিন বছরের মধ্যে প্রথম মস্কো ও কিয়েভের সরাসরি শান্তি আলোচনা বৃহস্পতিবার আয়োজন করা হয় তুরস্কের ইস্তাম্বুলে। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনও শর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে এই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু পরে খবর পাওয়া যায় যে, বৈঠকে যাচ্ছেন না পুতিন। এর বদলে রাশিয়া অভিজ্ঞ টেকনোক্রেটদের একটি দল সেখানে পাঠাচ্ছে। বুধবার ক্রেমলিন শান্তি আলোচনায় মস্কোর প্রতিনিধিদলের যে নাম ঘোষণা করে তাতে আছেন, পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও উপ–প্রতিরক্ষামন্ত্রী আলেঙান্ডার ফোমিনসহ কয়েকজন কুশলী আলোচক।
এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ডামি প্রতিনিধিদল পাঠানোর অভিযোগ করলেন। তিনি বলেন, রাশিয়ার প্রতিনিধি দল কোন পর্যায়ের তা আনুষ্ঠানিকভাবে আমার জানা নেই। তবে আমরা যা দেখছি, তাতে মনে হচ্ছে দলটি কেবল অলংকারিক। আমাদের বোঝা দরকার, রুশ প্রতিনিধি দল কোন পর্যায়ের, তাদের ম্যান্ডেট (দায়িত্ব) কী এবং তারা আদৌ কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে কি না।
বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি একথা বলেন। জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিনিধিদলে আছে পররাষ্ট্রমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান এবং প্রেসিডেন্ট কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলেও জানিয়েছেন জেলেনস্কি।