চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দ্বন্দ্বে জড়িয়ে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে শহরগামী শাটলে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সুজিত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাটলে সিটে বসা নিয়ে সুজিতের সাথে কথা কাটাকাটি হয় ফারসি বিভাগের শিক্ষার্থী আনিস নামের এক ছাত্রলীগ কর্মীর। ট্রেন ছেড়ে ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি আসলে আনিসকে নামিয়ে দেন সুজিতসহ কয়েকজন। এরপর শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় আসলে বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীদের দ্বারা আক্রমণের শিকার হয় সুজিত। জানা যায়, তারা সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বাধীন উপ গ্রুপ সিঙটি নাইনের কর্মী।
কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি বলে আজাদীকে জানান ইকবাল হোসেন টিপু। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে জেনেছি শাটলে মারধরের ঘটনা ঘটেছে আর কেউ এ ব্যাপারে কিছু বলেনি আমাকে।
এ বিষয়ে সুজিত চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কারণে কথা বলতে পারেননি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। এটা দুঃখজনক। এখনো কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।