শাটল ট্রেন নিয়মিত শিডিউলে চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে চবির মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে শাটল নিয়মিত শিডিউলে চালু না হওয়া পর্যন্ত ছয়টি বাস চালু করার আশ্বাসে আন্দোলন থেকে ফিরে আসে শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে লেখা প্লেকার্ড হাতে নিয়মিত শাটল ট্রেন চালু করার দাবি জানাতে দেখা যায়। আর কত ভোগান্তি, শাটল ট্রেন চালু করো, নিয়মিত শাটল চাই, স্লোগানে প্লেকার্ড হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কবির হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করে। পরে উপস্থিত হয় প্রক্টরিয়াল বডির সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, রেলওয়ের সাথে বার বার কথা বলেছি। বিষয়টি সমাধান না হওয়ায় বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। শাটল ট্রেন নিয়মিত শিডিউলে চালু না হওয়া পর্যন্ত ৬টি বাস চলবে। সকাল সাড়ে ৭টায় ২টি বাস বটতলী ক্যাম্পাসে আসবে। দুপুর আড়াই ক্যাম্পাস থেকে ২টি শহরে যাবে। বিকাল সাড়ে ৫টায় ২টি বাস শহরে যাবে।
এর আগে মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি লোকো মাস্টাররা কর্মবিরতিতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে গত ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হলেও চবির তিন জোড়া শাটল ট্রেন এখনো চালু হয়নি। তাছাড়া অনিবার্য কারণে গত নভেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে চবির ডেমু ট্রেন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন চবির হাজারও শিক্ষার্থী।