শাটলের দরজায় বসে বহিরাগত আহত

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের দরজায় বসে প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে এক বহিরাগত যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টায় শহরগামী শাটল ক্যাম্পাস ছাড়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। আহত যুবককে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির নাম মো. সাগর (২২)। তার বাড়ি চট্টগ্রামের বাকলিয়ায়। তিনি শহর থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে এসেছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনকার মত এদিনও শহরগামী দেড়টার শাটলে খুব ভিড় ছিল। তারপরও অনেকে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি করে শেষ মুহূর্তে শাটলে উঠার চেষ্টা করে। সাগর নামের ওই বহিরাগত যুবকও শেষমুহূর্তে ট্রেনের দরজায় ঝুলে উঠে পড়েন। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে তাকে শিক্ষার্থীরা বারবার নেমে যেতে বললেও তিনি না নেমে দরজায় বসে পড়েন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ট্রেন ছাড়ার পর তিনি প্লাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চবির চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, শাটল থেকে পড়ে আঘাত পেয়ে সাগর নামে এক যুবক মেডিকলে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডলারের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চেম্বার সভাপতির চিঠি
পরবর্তী নিবন্ধমহানগর জাসাসের প্রস্তুতি সভা