শাটলের ছাদ থেকে পড়ে দুই পা হারাল তরুণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে ঊনিশ বছর বয়সী এক তরুণ দুই পা হারিয়েছেন। খুলশী থানার এএসআই রাজেশ বড়ুয়া এই তথ্য জানিয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। গতকাল ২৬ জুন, রোববার দুপুর ৩টার দিকে নগরীর খুলশী রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

এএসআই রাজেশ বড়ুয়া বলেন, ঊনিশ বছর বয়সী এক তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই পা হারায় এবং হাত প্যারালাইসিসের মত হয়ে যায়। মাথা থেকেও রক্ত ঝরছিলো। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়েছে। সে ভবঘুরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামগামী বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, খুলশীর রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়া ওই তরুণ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক যুবক গ্রেপ্তার