চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে ষোলশহর রেল স্টেশনের নিকটবর্তী তালতলা নামক জায়গায় এই ঘটনা ঘটে। আহত ওই মহিলার নাম আফিয়া খাতুন। তার বাড়ি সুনামগঞ্জ। স্বামী পেশায় একজন রিকশা চালক।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এক মহিলা রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। অই মহিলার বাড়ি সুনামগঞ্জ। নগরীর আতুরার ডিপোতে থাকতেন। তালতলা থেকে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাকে চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। পরে মারা যান।