শাটল ট্রেনে চবির সাবেক শিক্ষার্থীকে মারধর

মাতলামিতে বাধা দেয়ার জের

চবি প্রতিনিধি | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিএফসির কর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার অভিজিৎ দাস বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মারধরের শিকার সাবেক এই শিক্ষার্থী বলেন, যারা আমাকে মেরেছে তারা সবাই সিএফসি গ্রুপের কর্মী ও ১৯-২০ সেশনের ছেলে। গত পরশু (বুধবার) তারা চবি স্টেশনে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরছিল। খুব রাফ বিহেভ করছিল। উল্টাপাল্টা পরিস্থিতি তৈরি করছিল। আমি তাদের ডাক দিই। পরে সাধারণ শিক্ষার্থীরাসহ জড়ো হলে ছেলেগুলো সরি বলে চলে যায়। এই ঘটনার জেরে শুক্রবার সাড়ে ৯টার শাটল ট্রেন ছাড়ার পর তারা ১০-১২ জন মিলে আমাকে রড, শিকল দিয়ে এলোপাতাড়ি মারা শুরু করে। আমার মাথা ফেটে গেছে, পায়ে-পিঠেও আঘাত পেয়েছি। তাদের আমি চিনতে পেরেছি, কিন্তু নামগুলো সঠিক জানি না।
মারধরের পর প্রাণনাশের হুমকির অভিযোগ করে তিনি বলেন, তারা আমাকে মারধরের পর নন্দীর হাটে নেমে যায়। নামার সময় মেরে ফেলব বলে হুমকিও দেয়। আমি ষোলোশহর পৌঁছালে আমাকে বন্ধুরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। শাটলে নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্যও সে সময় ট্রেনে ছিল না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমাদের সহকারী প্রক্টর বিষয়টি জেনেছেন। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করছেন। আমরা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। ভুক্তভোগীকেও বলা হয়েছে, জড়িতদের চিনলে নামসহ আমাদের লিখিত অভিযোগ করতে। ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধভারত-বাংলাদেশ নৌপথে পণ্য পরিবহনে গতি আসেনি
পরবর্তী নিবন্ধকোটি টাকার ইলিশ লুট