২০২০-২১ অর্থবছরের সরকারি অনুদানে এস এ হক অলিক নির্মাণ করছেন ‘গলুই’। এই সিনেমাটির টাইটেল গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কণ্ঠশিল্পী জারিন। সমপ্রতি হাবিবের নিজস্ব স্টুডিওতে ‘গলুই’র টাইটেল গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন সোহেল আরমান, সুর ও সংগীতায়োজন হাবিব নিজেই করেছেন। খবর বাংলানিউজের।
গানটি প্রসঙ্গে ‘গলুই’ সিনেমার নির্বাহী প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, মঙ্গলবার হাবিবের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বরাবরের মতোই হাবিব দুর্দান্ত গেয়েছেন। আমার বিশ্বাস গানটি সবার মন ছুঁয়ে যাবে।