৪নং শাকপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস টিসুর সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শাকপুরা ইউনিয়ন আ.লীগের সভাপতি রুস্তম আলী, প্রধান বক্তা ছিলেন অনুপ দাশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক প্রফেসর মো. মহসিন, জর্নাধন চৌধুরী রঘু, মো. সাইফুল ইসলাম, মনছুর আলম, স্বজল চৌধুরী, মো. ইয়াসিন, উদয়ন চৌধুরী, শাকপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহাবুল আলম, মজিবুল হায়দার, বিশু রাম বসু (সাটু), এস.এম কানু সেন, ইউপি সদস্য শম্ভু চৌধুরী, সাদেক হোসেন, রনি চৌধুরী, সুদর্শন শীল হারু, অপু কুমার দত্ত, পিকলু দে, রাজু আচার্য্য, রঘু নাথ চৌধুরী, মহিউদ্দীন মিন্টু, সুধী আচার্য্য, লিটন দে, লিটন চৌধুরী, উত্তম দে, কাঞ্চন দাশ, রিপন চক্রবর্ত্তী, শিবলু চৌধুরী, লব চক্রবর্ত্তী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রুস্তম আলী সভাপতিত্বে শ্যামল বিশ্বাস টিসুকে সভাপতি ও এস.এম কানু সেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।