সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে
পরিচ্ছন্ন মন আর অপরিচ্ছন্ন শরীরে
বিছানাহীন নোংরা স্থান বা কুটিরে
যান্ত্রিক এই শহরে
হরদমই কোলাহলের ভীড়ে
অনেকেরই শান্তির ঘুম আসে
কখনো ক্লান্তিতে কখনো বা অবসাদে।
এমন যান্ত্রিক ঘুম
কজনেরই বা নজরে পড়ে !
অথচ, শীতাতপ নিয়ন্ত্রিত পরিপাটি ঘরে
নরম গদির বিছানার উপরে
মোলায়েম রেশমি চাদরে
সিন্ধ নীলাভ মনোরম আলো আঁধারে
অনেকেই ঘুমাতে পারে না
এক জনমে দশ জীবনের প্রাপ্তিতেও
অসুখে কিংবা অ–সুখে পোড়ে
না পাওয়ারই দহন পোষে অন্তরে অন্তরে।