শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না

বোয়ালখালীতে সমপ্রীতি সমাবেশে বক্তারা

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বোয়ালখালীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আল্লামা নুরুল ইসলাম ফারুকীর (রহ.) হত্যাকারীর বিচারের দাবিতে সমপ্রীতিশান্তি সমাবেশ গতকাল শনিবার উপজেলার ফুলতল চত্বরে স ম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সোলায়মান ফরিদ। বিশেষ বক্তা ছিলেন মাস্টার আবুল হোসেন, মাওলানা এনাম রেজা ক্বাদেরী, রাশেদুল ইসলাম রাশেদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আখতার হোসাইন তালুকদার ও খ ম মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, নুরুল ইসলাম মুন্সি, মাওলানা মুহাম্মদ ইলিয়াস সিকদার, মাওলানা কাজী মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, মাওলানা আবদুন নবী আলকাদেরী, মাওলানা ওয়াহিদুল আলম নঙবন্দী, হাফেজ মুহাম্মদ জহুরুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা এস এম ফখরুদ্দিন, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মাওলানা মহিউদ্দীন কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা তাহের সাঈদ, মো. আলম খান চৌধুরী, আবু তাহের দুলাল, মো. ওমর সেলিম, ডা. ইসমত হোসেন সাদেক, মো. ওসমান গণি, মাওলানা আবু নাসের জিলানী, মো. সাহেদ, মো. মনজুর হোসেন, আবু তৈয়ব রোকন, কাজী ইমরান কাদেরী, কাজী আবদুল জলিল, আবদুল্লাহ আল মামুন, মাওলানা ফোরকান কাদেরী, এস কে জাহাঙ্গীর আলম, মো. নুরুদ্দীন, মো. কফিল উদ্দীন রানা প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শত শত শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। একাত্তরের মহান মুক্তিযোদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মদানে অর্জিত স্বাধীনতার সুফল এখনো সুদূর পরাহত।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার সভা
পরবর্তী নিবন্ধজাতির সন্ধিক্ষণে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে