শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে সরকার

পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে উপদেষ্টা আদিলুর

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

জুলাই শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন মনে রাখার পাশাপাশি তাদের মর্যাদা ধরে রাখাও দায়িত্ব বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে যারা রক্ষা করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের কাছে আমরা ঋণী। তাদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে। জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে সারাজীবন মনে রাখতে হবে।

তিনি গতকাল শুক্রবার সকালে নগরের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। অর্ন্তবর্তী সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের পথে
পরবর্তী নিবন্ধ৭৮৬