চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ ও সম্মাননা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১২টায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে জুলাই পুনর্জাগরণ ২০২৫ ও জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে বিপ্লবী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং ভিডিও পেজেন্টেশনে মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিময় দিনগুলো স্মরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ–অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫ এর সদস্য–সচিব ডা. মেহেরুন্নিছা খানম–এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমইউ সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, একাডেমিক কাউন্সিল সদস্য ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সার্জারি অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন, অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন, অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজী অনুষদের ডিন, ডা. মো. ইব্রাহীম চৌধুরী।
বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লব দেশের রাষ্ট্রপরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে বিআইটিআইডির শিক্ষক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ, চমেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। সভায় জুলাই অভ্যুত্থানে আহতরা তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন।
কেজিডিসিএল : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে (কেজিডিসিএল) গত ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন করে। এ উপলক্ষে কেজিডিসিএলের প্রধান কার্যালয়সহ সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোম্পানির আওতাধীন সকল কার্যালয়ের বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিনসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পোর্ট সিটি ভার্সিটি : পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান ও জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। এসময় জুলাই বিপ্লবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী ড. মফজল আহমদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ন্যাচারাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ এনায়েত করিম, ইংরেজি বিভাগের সভাপতি মো. ইফতেখারুল আজম, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ফারজানা আমিন, প্রক্টর রাশেদ খান মিলন, ন্যাচারাল সায়েন্স বিভাগের সভাপতি এস এম ওসমান গনি এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা হুমাইরা তাজরিন। শেষে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শিরোনামে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই–আগস্টের গণ অভ্যুত্থানে বীর শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হাজী আবু আকতার। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.হেলাল উদ্দীন। ছাত্রদল সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ শাখার সংগঠক আজিজুল হামিদ সম্রাটের সভাপতিত্বে ও হাসান মোহাম্মদ নুরউদ্দীন জিহানে সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌর বিএনপি নেতা মো. লোকমান, মো. ইউনুচ, মো. ইকবাল। বক্তব্য রাখেন ইমরানুল হক জিকু, ইকরামুল হক বাপ্পি, মো. জিয়াউর রহমান, মো. সালমান, মো. জিহান, ফয়সাল, মো. জুবাইদ, মো. নাফিস, মো. শাওন, মো.সিফাত, মো. আসিফ প্রমুখ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি: ‘স্মরণে সাহস, সম্মানে শহীদ’ এই শ্লোগানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে পালিত হচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। আলোচনা সভা, র্যালি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ইংরেজি বিভাগের শিক্ষক জেবুন্নাহার ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক মো. নকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী, নাইমুল হোসেন, সাফায়েত হোসেন, রেদওয়ান ছিদ্দিকী, মুমতাহিনা পিয়া, দেলোয়ার হোসেন সজিব প্রমুখ।