কর্ণফুলী উপজেলায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার উপজেলার চরলক্ষ্যা খুইদ্দারটেক এলাকার একটি কমিটিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ আরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. খলিলুর রহমান, প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্, প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির কেন্দ্রীয় পরিচালক শাহজাদা নিজামুল করিম সুজন, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।মুহাম্মদ সাইদুল ইসলাম ও শফিউল করিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ মজিবুল হক, ইসলামী যুবসেনার সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, মুহাম্মদ শাহেদ নুর, কাজী মুহাম্মদ এহছান উল্লাহ্, মাওলনা মাসউদুল হক জাহাঙ্গীর, মাওলনা আহমদ হোছাইন নেজামী, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, উপজেলা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা মুহাম্মদ নুরুল হক চৌধুরী, এইচ এম ফরিদুল ইসলাম, বশির আহমদ চৌধুরী।