বেগম রোকেয়ার পর বাংলাদেশে শিক্ষার প্রসারে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার বিকালে সন্দ্বীপে কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় ডা. শাহাদাত হোসেন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জ্ঞানর্জন করে দেশের সেবায় এগিয়ে আসতে হবে। সন্দ্বীপের শহীদ সাইমন ও শহীদ সৈকতের রক্ত বৃথা যাবে না। যেমন বৃথা যায়নি শহীদ নুর হোসেনের রক্ত। আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ দিয়ে যাবো ইনশাআল্লাহ। নুরুল মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
নুরুল মোস্তফা খোকনের সভাপতিত্বে ও প্রভাষক নিঝুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার, মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াত প্রমুখ।
সভাপতির বক্তব্যে নুরুল মোস্তফা খোকন বলেন, এ জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে কেউ যদি আর্থিকভাবে সহযোগিতা নেয়ার প্রয়োজন হয় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটার দায়িত্ব নেয়া হবে। এ মেধাবীদের কেউ যতটুকু উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় আমার পক্ষ থেকে সেটার দায়িত্ব নেয়ার ঘোষণা দিচ্ছি। অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন স্কুল মাদ্রাসার এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর জিপিএ–৫ প্রাপ্ত ৭৫ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় জুলাই আন্দোলনের শহীদ মাহমুদুর রহমান সৈকত ও শহীদ সাইমনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।