শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী কাল

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর জ্যেষ্ঠপুত্র, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর ৫২তম শাহাদাত বার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার।

এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। প্রধান আলোচক থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য শহীদের অনুজ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধআপনাদের দোয়া নিয়ে সংসদে যেতে চাই