চট্টগ্রামের ক্রিকেটে শহীদ শাহজাহান সংঘ বেশ প্রাচীনতম একটি দল। বরাবরই এই দলটি লিগে বড় দলগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সাফল্যের খাতায় দলটির খুব বড় কিছু নেই। তারপরও এই দলটিকে সমীহ করেই মাঠে নামে প্রতিপক্ষ দলগুলো। এবারেও তেমন সমীহ জাগানো একটি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় শহীদ শাহজাহান সংঘ। গতকাল দলটির ক্রিকেট কমিটির পরিচিতি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবটি কর্মকর্তারা জানান তাদের লক্ষ্য মাঠে ভাল ক্রিকেট খেলা। আর দলের ক্রিকেটারএদর বুকে সাহস দিয়ে দলের জন্য লড়াই করারও আহবান জানান কর্মকর্তারা। নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো: মমিনুল ইসলাম । ক্লাবের ক্রিকেট কমিটির সমন্বয়কারী কল্লোল দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর মো: রাশেদ, ক্রিকেট কমিটির কো–চেয়ারম্যান ফরিদ আহমেদ, ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হাই জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী মো: সালাউদ্দীন, দলীয় ম্যানেজার কাজী মাইনুল হায়দার সনি, কমিটির সদস্য মকসুদুর রহমান বুলবুল, মনির হোসেন খোকা, মোস্তাফিজুর রহমান মানিক, সোহেল আহমেদ, মো: অলিউর রহমান, ইসমাইল হোসেন সোহেল, মো: ইমরান হোসেন, সাইফুল্লাহ রাহাদ, রাহাদ আমিন শিবলি, মো: আমিন, সানি দত্ত, আজিজুল হাকিম মুন্না, দলীয় কোচ ফারুখ হোসেন টিটু, সহকারী কোচ আর ডি নাথ কাজল প্রমুখ। পরে দলের জার্সি উন্মোচন করা হয়।