শহীদ শাহজাহান সংঘের ক্রিকেট কমিটি গঠিত

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেওয়া এতিহ্যবাহি ক্লাব শহীদ শাহজাহান সংঘের এক সভা গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের কর্মকর্তারা ক্রিকেট লিগে দল পরিচালনার ব্যাপারে আলোচনা করেন।

 

সভায় ২০২২২৩ ক্রিকেট মৌসুমের সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ এর দল পরিচালনার জন্য ক্রিকেট কমিটি গঠিন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ রাশেদকে। ভাইস চেয়ারম্যান হলেন ফরিদ আহাম্মেদ এবং সৈয়দ ফজলে আহাম্মেদ বাদল। ক্রিকেট সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ আল মাসুম রানা। দুজন যুগ্ম সম্পাদক হলেন ইরফানুল ইসলাম খান (লাবু) এবং এস.এম. মর্তুজা রায়হান (মিটু)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এ, কে,এম আব্দুল হান্নান আকবর, মোহাম্মদ আব্দুল হাই জাহাঙ্গীর, তৌফিকুল ইসলাম বাবু, শাহ্‌ পরান নিশান এবং কল্লোল দাশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেটে লাকী স্টারের জয়
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে শিরোপা জেতাই লক্ষ্য নারী ফুটবলারদের