শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সভা

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি বিবিধ উদ্যোগআয়োজনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থারও অনস্বীকার্য ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। এক্ষেত্রে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ দীর্ঘ ২৭ বছর যাবত শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বৃত্তি পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে গত ২ সেপ্টেম্বর মোমিন রোডস্থ সালমা ভবনে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্থার পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলমের সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ মাসরুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, সচিব এম ওয়াহেদ মুরাদ, এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীপ্রেমই ঐক্যের মূল ভিত্তি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পরিশোধিত মূলধন ৪শ থেকে ৬শ’ কোটিতে উন্নীত