কাপ্তাই প্রজেক্টে অবস্থিত ৫৬ ইস্ট বেংগলের উদ্যোগে আয়োজিত শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল খেলা কাপ্তাই জোন বনাম তিবরিজী স্মৃতি সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কাপ্তাই জোন। ১৬ ওভারে কাপ্তাই জোন ৬ উইকেটের বিনিময়ে ২২৪ রান করে। জবাব দিতে নেমে তিবরিজী স্মৃতি সংঘ ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করতে সক্ষম হয়। খেলায় কাপ্তাই জোন ৯ রানে জয়লাভ করে। প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি। তিনি নিজেও খেলায় অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, ব্যবসায়ী শাহেদুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জামাল উদ্দিন এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল বলেন, খেলাধুলা যুব সমাজকে আকৃষ্ট করে। তিনি বলেন শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। প্রতিদিন কাপ্তাই জোন মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করার জন্য প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শক মাঠ উপস্থিত ছিলেন। কাপ্তাই জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও আরো খেলাধুলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।