হাটহাজারীর ধলই ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার বিকালে পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি আয়োজন করে আবদুর রহমান টেন্ডল বাড়ি স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় টিম হোয়াইট টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিপ্লব পার্থ। উদ্বোধক ছিলেন মোহাম্মদ মহসীন জনি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ নীল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক নাফিজ শাহ, শাহ আলম, মো. শফি, জামশেদুল আলম, হাবিবুল ইসলাম, আবদুর রকিব তানিম, মো. শাকিল, জানে আলম।