বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, আকবর হোসেন, সাইফুল ইসলাম, মাহবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাঈদ জন, নুরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, আলাউদ্দিন আলো প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনের মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
চেতনা-৭১ চট্টগ্রাম মহানগর : চেতনা-৭১ চট্টগ্রাম মহানগর উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা খুলশীস্থ জাফর আহম্মদের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর হাসিনা জাফর বলেন, নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের মহান আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। সভার শুরুতে শহীদ নূর হোসেন, বাবুল, টিটু, নুরুল হকসহ তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। চেতনা-৭১ চট্টগ্রাম মহানগর আহবায়ক নাজমা আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব তাসনিন সুলতানার পরিচালনায় এতে প্রধান বক্তার হিসাবে বক্তব্য রাখেন-ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক নায়মা হাসান জিনু, রিজিয়া আক্তার জেবিন। আরো বক্তব্য রাখেন, চেতনা-৭১ মহানগরের আয়েশা আক্তার, শামিমা আক্তার, নুরজাহান বেগম, আয়শা রহমান, মুনতাসির আহম্মদ, জসিম উদ্দিন, মোহাম্মদ নাজিমুদ্দিন, মো. সাইফুদ্দিন রহমান, মাজাহারুল ইসলাম, মো হোসেন, মো. শাকিল আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।