শহীদ নূতন চন্দ্র সিংহের জন্মবার্ষিকী পালিত

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

নারী শিক্ষার অগ্রদূত, দানবীর শহীদ নূতন চন্দ্র সিংহের ১২২তম জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে গত ১ ডিসেম্বর পালিত হয়। এ উপলক্ষে সকালে বিদ্যামন্দির ও মহাবিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদের সহ-সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ড. বশির আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ এলাহী, ড. প্রকাশ দাশগুপ্ত, প্রতিষ্ঠানসমূহের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সন্ধ্যায় শহীদ বেদী ও শ্মশান মন্দিরে মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী উপজেলা কমিটির কার্যকরী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান