শহীদ ডা. মিলন দিবস আজ

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

আজ শহিদ ডা. মিলন দিবস। শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের ২৭ নভেম্বর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্তবাহিনীর গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন আরো বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। খবর বাসসের।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ডা. মিলন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ডা. মিলন যেদিন শহিদ হন সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়। কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্রজনতা মিছিল নিয়ে বারবার রাজপথে নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক তিন