শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গত মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সিটিজি প্রোপ্রার্টিজ ৩–১ গোলে সংযুক্ত সামাজিক ক্রীড়া সংগঠন দলকে পরাজিত করে। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পিপলু। তার হাতে সেরা খেলোয়াড়ের ক্রেস্ট তুলে দেন সাবেক কোচ ও খেলোয়াড় মো. আবু বক্কর। দ্বিতীয় খেলায় অনির্বান ৬–০ গোলে বেলচুড়া কালা বিবি চৌধুরী বাড়ী দলকে পরাজিত করে। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাইজেরিয়ান খেলোয়াড় ডুন্ডু। তার হাতে সেরা খেলোয়াড়ের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম আবাহনী ক্লাবের কৃতী ফুটবলার মোহাম্মদ আলী।