বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন– ১৯৭১ সনে দিশেহারা জাতি ও মুক্তিযুদ্ধের সংকটময় মুহূর্তে মহান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার স্বর্নালী ইতিহাসে আবির্ভাব ঘটে। দেশপ্রেম ও অধম্য সাহসীকতায় রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন পরবর্তীতে এ দেশের সকল সংকটকালীন সময় জিয়াউর রহমান ও জিয়া পরিবার কান্ডারী ভূমিকায় অবতীর্ণ হয়। তিনি ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল হাটহাজারীর নজুমিঞা হাট চত্বরে শিকারপুর–বুড়িশ্চর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসমাবেশে ফজলুল হক এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হারুন অর রশীদ চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, মোঃ মীর কাশেম, জাকের হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ খায়রুন্নবী, খোরশেদ আলম চৌধুরী মেম্বার, নুর হোসেন মেম্বার, সাফায়েত ইসলাম সাবাল, মোঃ গিয়াস উদ্দিন, এম. ইলিয়াছ আলী। বিএনপি নেতা এস.এম মহিউদ্দিন মাসুদ ও এ্যাড. মোহাম্মদ আইয়ূবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ আলম চৌধুরী, তাজুল ইসলাম মেম্বার, আজগর হোসেন মনু, মুসা আনছারী, হারুন ডিলার, জানে আলম জানু, আজগর হোসেন মনু, আবদুল মান্নান, মোহাম্মদ আলী চৌধুরী, মোস্তফা মনোয়ার মুন্না, মুছা আনছারী, নওশাদ রুবেল, জসিম উদ্দিন, আবদুল মান্নান মেম্বার, সেলিম মেম্বার, এয়ার মোঃ বাচা, এ্যাড. সাইফুল তালুকদার, ইফতেখার হোসেন রাব্বি, ইব্রাহিম খলিল রাজু, রেজাউল করিম বাবু, রাশেদ খান, রায়হান উদ্দিন, মিনহাজ মাসুম বাবু, কে.এম হেলাল, শাহনেওয়াজ জাহান মুন্না, জিয়াউদ্দিন মিজান, মো: গিয়াস উদ্দিন, রিপাত ইসলাম শাওন, খালেদ রিজভী, এম.মজুমদার, আবদুস ছালাম, এস. এম একরাম, শাহজাহান খান, আনোয়ার হোসেন, সরওয়ার জাহান পুতুল, সাইফুল কামাল রুবেল, শফিক বাবু, রহিম বাদশা, নাজিম উদ্দীন, আলমগীর বাচা, তাজুল ইসলাম, মোজাম্মেল হক, তাজুল ইসলাম, মঈনুল হোসেন, এমরান হোসেন, মোঃ আরমান, মাহফুজ আলম টিটো, মহিন উদ্দিন, মাহির আজমল কফিল, কামরুল হাসান পাভেল, হুমায়ূন কবির মিন্টু, মোঃ আলাউদ্দিন, মো ইব্রাহিম,এম এ মতিন চৌধুরী, হাফেজ হেলাল, ও প্রমুখ।