শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ

| শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ২৬ জুন নগরীর মোমিন রোডস্থ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর চেতনার ধারাবাহিকতায় শহীদ জননী জাহানারা ইমাম বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রয়োজনীয়তা জনমনে গেঁথে দিতে সমর্থ হয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব শওকত বাঙালি।

সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া, দীপঙ্কর চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, রুবা আহসান, রেখা আলম চৌধুরী, এ কে এম জাবেদুল আলম সুমন, দেবাশীষ আচার্য্য। আলোচনায় অংশ নেন, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, সূচিত্রা গুহ টুম্পা, রুবেল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের ফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধশিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ