শহীদ কামিনী ঘোষ স্মরণে সভা ও স্মৃতি বৃত্তি প্রদান

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শহীদ বুদ্ধিজীবী কামিনী কুমার ঘোষের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মৃতি বৃত্তি-২০১৮-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সাতকানিয়ার কাঞ্চনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, এমপি নদভী পত্নী রিজিয়া রেজা চৌধুরী।

মূখ্য আলোচক ছিলেন শহীদ বুদ্ধিজীবী রায়সাহেব কামিনী কুমার ঘোষ স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যাপক শ্রী হারাধন নাগ। স্মৃতি সংসদের সহ-সভাপতি ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্মৃতি সংসদের সহ-সভাপতি আসিফ ইকবাল, ডা. এয়াকুব হোসেন, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আমিন শফি, আব্দুল মান্নান প্রমুখ। অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, হানাদার বাহিনীর দোসররা দেশের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে পঙ্গু এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করতে চেয়েছিল। তাদের ধারণা ছিল, স্বাধীনতা অর্জন করলেও দেশ মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।

পৈশাচিক সেই সব হত্যাকাণ্ড জাতির জীবনে গভীর ক্ষত সৃষ্টি করলেও তাদের আত্মত্যাগ বাঙালি জাতির অন্তরে প্রেরণা জাগিয়েছে। তিনি বলেন, পাক দোসরদের নির্মমতার শিকার সাতকানিয়ার এই কীর্তিমান মনীষীকে চির স্মরণীয়-বরণীয় করে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ জাগ্রত করছে ইডিইউ’
পরবর্তী নিবন্ধকর্ণফুলি এ জে চৌধুরী কলেজ রোভার স্কাউটসের ওরিয়েন্টেশন