শহীদ আসাদ দিবস আজ

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

শহীদ আসাদ দিবস আজ। স্বৈরাচার আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ। শহীদ আসাদ হলেন ১৯৬৯ সালের গণআন্দোলনের পথিকৃৎ তৎকালীন পূর্বপাকিস্তানের তিন শহীদদের একজন। অন্য দুজন হলেন শহীদ রস্তম ও শহীদ মতিউর। খবর বাসসের।

শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে মৃত্যুকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম এ শেষ বর্ষের ছাত্র ছিলেন। শহীদ আসাদ তৎকালীন ঢাকা হল (বতর্মান শহিদুল্লাহ হল) শাখার পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়ন, ঢাকা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আসাদের মৃত্যু পরিবেশকে আরও ঘোলাটে করে তুলে ও গুরুত্বপূর্ণ ঘটনায় রূপান্তরিত হয়। যা বাঙালির মুক্তি সংগ্রামকে তরান্বিত করে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাব্রতী মওলানা আফজল আহমদ স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধকাজী নজরুলের দৌহিত্র অগ্নিদগ্ধ বাবুল কাজী আর নেই