শহীদ আবরার স্মরণে চবি ছাত্রদলের মৌন মিছিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্মমভাবে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

গতকাল সোমবার সকালে মৌন মিছিল ক্যাম্পাস জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন এবং সঞ্চালনা করেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এতে বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন, শহীদ আবরার ফাহাদের রক্তের উপর দাঁড়িয়ে আয়াজকের জুলাই বিপ্লব। আমাদের জুলাই বিল্পবকে ধরে রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ভাইয়ের আচরণ হবে একজন সাধারণ শিক্ষার্থীর মত নম্রভদ্র এবং সবার কাছে অনুকরণীয়। সাধারণ সম্পাদক নোমান বলেন, ক্যাম্পাসে সকল দলের মতের সহঅবস্থান নিশ্চিত করতে হবে। এক দলের আধিপত্য কখনো মেনে নেওয়া হবে না। চবি প্রশাসন অতীতের মত দলকানা ভূমিকা রাখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় মাহফিল
পরবর্তী নিবন্ধইসলামী আদর্শের পূর্ণাঙ্গ দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে