শহীদ আইনজীবী সাইফুলের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কৃতী সন্তান তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি রাজীব জাফর চৌধুরী।

গতকাল শনিবার তিনি শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি আলিফের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াছ বাবুল, অধ্যাপক জালাল আহমদ, বাজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাফ চৌধুরী সহ সাতকানিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আবদুস সবুর খান স্মরণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচুয়েটে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা