শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে দাফন করা হয়। এসময় তাঁর ছেলে মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেনশিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গতকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ছিল। এ দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। খবর বাসসের।

শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল আইনজীবী এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানায় তার দীর্ঘ দিনের সহকর্মী, স্বজন শুভাকাঙ্ক্ষীগণ। ২১ ডিসেম্বর শনিবার ১১ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের তার জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়াও আরো দুই দফা তার জানাজা হয়।

পূর্ববর্তী নিবন্ধমেরিন একাডেমির উন্নয়নে মাস্টার প্ল্যান করতে বলেছি : উপদেষ্টা সাখাওয়াত
পরবর্তী নিবন্ধপারকি সৈকতে সাত বিরল কচ্ছপের মৃতদেহ, ছড়াচ্ছে দুর্গন্ধ