শহর সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত ‘আশার আলো স্কুল’ চট্টগ্রামের নিউমুরিংস্থ ক্যাম্পাসে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প ২৮ এপ্রিল সোমবার সম্পন্ন হয়। স্কুলে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশুদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের (সুবর্ণ নাগরিক কার্ড) উদ্দেশ্যে পরিচালিত বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্পে নেতৃত্ব দেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর এবং তাঁকে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার, পৌর সমাজকর্মী আয়েশা সিদ্দিকা, শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ তারেক হোসেন প্রমুখ।

আশার আলো স্কুল’ চট্টগ্রামের অধ্যক্ষ লেঃ কমান্ডার মোঃ শরীফুল ইসলাম (শিক্ষা) বিএন বলেন, অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস, বুদ্ধি প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও বাকশ্রবণ প্রতিবন্ধিতা সম্পন্ন ১৯৯ জন ছাত্রছাত্রী বর্তমানে এ স্কুলে লেখাপড়া করে। ‘আশার আলো চট্টগ্রাম’ এমন একটি দরদী সমাজ গড়তে চায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমঅধিকার, সুযোগ, প্রবেশগম্যতা ও মযার্দা পাবে। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও নিবন্ধন একটি নিয়মিত ও চলমান কার্যক্রম।

প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্ট পূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনি সেবা গরিব ও অসহায়দের দোরগোড়ায় নিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল শুরু