ধুত্তুরি ছাই ভাল্লাগে না
এই শহরের বদ্ধ ঘর
ইচ্ছা করে বসত করি
গাছের ছায়ায় জীবনভর।
এই শহরে ঝালাপালা
শব্দদূষণ প্যাঁ পু সুর
গাঁয়ে তখন মুখর থাকে
পাখপাখালির মধুর সুর।
যতই থাকুক এই শহরে
নামি দামি শোবার খাট
গাঁয়ের সাথে নেই তুলনা
হৃদয় কাড়া সবুজ মাঠ।
প্রাণ ভরে না ফ্যানের বাতাস
যতই পড়ুক আছড়ে গায়
ঘুমের দেশে যায় হারিয়ে
পাখা যখন টানে মায়।