শরৎ সাজে

পারভীন আকতার | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

শরৎ এলো আকাশ সেজে

সাদা মেঘের ভেলায়,

আনবে কি ভাই মিষ্টি মুড়ি

হেমন্ত শীষের মেলায়?

ঘাসের ওপর ছড়িয়ে আছে

মুকুট মুক্তো শিশির,

আমায় কি ভাই নিয়ে যাবে

যেথায় কিচিরমিচির?

সঙ্গী হবে রৌদ্র নবীন ভানু

ছন্দেবন্ধে রবে চাঁদও,

তুমি এসো ভাই মোর গাঁয়ে

সবুজ মাড়াতে পাও।

শরৎ সুধা তুলে হিন্দোল

কাঁশফুলের ছোঁয়ায়,

মন ব্যাকুল মহিমা বিছলি

ধরিত্রী সাজে শোভায়।

লেখক : শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধমায়ের স্থান হোক সন্তানের হৃদয়জুড়ে
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী আমার প্রেরণা, আমার ভালোবাসা