সাদা মেঘের পাল তোলা অই আকাশ নীলের গায়
সবুজেরই রঙের মেলায় মনটা ছুঁয়ে যায় ।
শিশির ভেজা সবুজ ঘাসে শিউলি ঘুমায় সুখে শরৎ রানী স্বপ্ন বোনে মায়াময় দু‘চোখে ।
পাখপাখালির মধুর সুরে
জোনাক জ্বলা বনে
পুকুর পাড়ে ঝিঁঝিঁ পোকা
ডাকে ক্ষনে ক্ষনে।
কাশের বনে ভোরের হাওয়ায়
হৃদয় ওঠে দোলে ঢেউয়ের জলে চলে নৌকা
নদীর কুলে কুলে ।