শরৎ মেঘের কন্যা আমি
শুভ্র আকাশ খুঁজি
সাদা মেঘের ভেলায় ভাসি
যখন দু‘চোখ বুঝি।
নীল শাড়িতে আলিঙ্গনে
আবির মাখা গায়
হাত দু‘খানা চুড়ির বাহার
নূপুর জোড়া পা’য়।
স্বপ্নডানায় ভেসে ভেসে
শরৎ পাখির মতন
শরৎ মেঘের কন্যা আমি
করবে আমার যতন?
কাজী নাজরিন | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০২ পূর্বাহ্ণ