দূর্বাঘাসে শিশির ফোটে সাদা মুক্তোর দানা
সাদা মেঘের ভেলায় ভাসতে কে করিবে মানা।
কাশফুলের ঐ সাদা রঙে প্রকৃতি সাজে আপন রূপে
কচি ধানের পাতা পা দিয়েছে শৈশবে।
মৌ মৌ গন্ধে মন ভরে যায় তালের যৌবন গন্ধে
আঁধারের বুক চিরে জোনাকির রূপালী সেলাই সন্ধে।
সোনালী পাতার লাল গালিচায় নাইয়রী যায় বাড়ি
এপাশ ওপাশ দুপাশ জুড়ে শিউলি সারি সারি।
নৌকার পালে বিলাশী হাওয়া গান গেয়ে যায় মাঝি
রাখাল ভাইয়ের পল্লীগীতি হাতে বাঁশের বাঁশি।
ভাদ্র আশ্বিন এই দুইমাসে শরৎ ঋতু হয়
দিনরাত সমান বহে এই ঋতুরই সময়।