শরৎ কাল

প্রদীপ ভট্টাচার্য | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

শরৎ কালে নীল আকাশে

সাদা মেঘের ভেলা

ঘাসের ডগায় মৃদু নাচন

শিশির কণার খেলা।

আলোয় ভরা জ্যোৎস্না রাতে

চপল বাতাস সঙ্গে আনে

ফুল বাগানে নাচছে অলি

শিউলি ফুলের ঘ্রাণে ঘ্রাণে।

সারি সারি জোনাকিরা

সন্ধ্যা হতে জ্বলছে তারা

ক্ষণে ক্ষণে আর ঝরে না

শ্রাবণ মাসের অঝোর ধারা।

পুকুর ধারে কাশফুলেরা

দিচ্ছে দোলা আপন পারা

ব্যাঙগুলো আর সুর ধরে না

গাল ফুলিয়ে চুপটি তারা।

(মৃত্যুর আগে পাঠানো লেখা)

পূর্ববর্তী নিবন্ধঅনুভবে মানবিকতা চাই
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী : সত্য ও জনগণের কণ্ঠস্বর