রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উরকিরচরে দুটি পৃথক সমাবেশে বলেছেন, যেসব বর্জ্য মাটিতে পড়ে ভুগর্ভস্থ পানির সাথে মিশে মানুষের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে (প্লাস্টিক,পলিথিন) সেসব বর্জ্য রাউজানের কোথাও মাটির উপর দেখতে চাই না।
তিনি এলাকায় জলাবদ্ধতা দূর করতে রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার তিনি উপজেলার উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ ও মরহুম মোহাম্মদ ইউছুপ প্রতিষ্ঠিত মাসাতুল মদিনায় আয়োজিত দুটি সমাবেশে এই সতর্কবাণী উচ্চারণ করেন। উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ থেকে ছয় হাজার বস্তা অপঁচনশীল বর্জ্য সংসদ সদস্যের মাধ্যমে পৌরসভায় হস্তান্তর করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।










