শরিফুলকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে কোন পরিবর্তন আনেনি বিসিবির নির্বাচকমন্ডলী। শুধু পেসার শরিফুল ইসলামকে বাইরে রাখা হয়েছে। আঙুলে আঘাত পাওয়ার কারণে তরুণ পেসার শরিফুল ইসলাম শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না। তাই শরিফুলকে বাইরে রেখে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের স্কোয়াড থেকে পরিবর্তন এই একটিই।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড : মোমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রেজা।

পূর্ববর্তী নিবন্ধগুমানমর্দ্দনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধখো খো লিগের ক্লাব প্রতিনিধি সভা ২২ মে