শরতের মায়া

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

শরতের কাশফুল

সাথে হাসে ঘাসফুল

ওই নদী তীরে

শরতের হাসি দেখি

রূপ রাশিরাশি দেখি

প্রকৃতির নীড়ে।

সাদা মেঘ উড়ে যায়

ভেসে ভেসে দূরে যায়

দোলা দেয় প্রাণে

রাত শেষে ভোর হাসে

সুবাসিত দোর হাসে

শিউলির ঘ্রাণে।

প্রতি ঘরেঘরে সাড়া

রূপে রঙে পড়ে সাড়া

সারা দেশ জুড়ে

ওই দূরেদূরে।

পূর্ববর্তী নিবন্ধশেয়াল গুরু
পরবর্তী নিবন্ধসে এক কামাল