শরত এসে

আলমগীর কবির | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

আঁকতে আঁকতে মেঘ এঁকে যায় নদীর বুকে সাঁকো,

মেঘ ডেকে যায় মেঘের সে ডাক ফেলতে পারি নাকো!

কত দূরের দেশে যাবে নয় মেঘের পথ অল্প,

ডানা ছাড়াও যায় ওড়া যায় মেঘ বলে তার গল্প!

মেঘের গল্প শুনে পাখি মন মেলে দেয় ডানা,

দল মেঘেদের কোথায় যাবে কোথায় শেষ ঠিকানা?

হাঁটতে হাঁটতে যখন থামি সবুজ মাঠের শেষে,

নাম না জানা বনফুলের গন্ধ আসে ভেসে।

মাঠ শরতের অথই সবুজ আকাশ হঠাৎ নীল,

মন কাড়া এই গাঁয়ের সাথে মায়ের আছে মিল।

নদীর কাছে এসে যখন দাঁড়াই বিকেল বেলা,

দুধসাদা ফুল হাওয়ায় দুলে কী মায়াবী খেলা!

রঙে রূপে সাজায় স্বদেশ শরত রাণী এসে,

ছন্দ ফুলে মালা গাঁথি দেশকে ভালোবেসে।

পূর্ববর্তী নিবন্ধমেঘকন্যা খুশি বিলায়
পরবর্তী নিবন্ধআর্তনাদ