শব্দকথনের উদ্যোগে পাঁচটি বইয়ের প্রকাশনা উৎসব গত ২৭ মার্চ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তন অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বৈশাখী ম্যান্ডেজ, সংগঠক লক্ষ্মী ধর। শব্দকথনের পাঁচটি বইয়ের মধ্যে রয়েছে মীনা মনোয়ারার তিনটি বই : চেতনায় বায়ান্ন, বিশ্বাসে একাত্তর ভালোবাসায় জাগ্রত, নান্দনিক চেতনায় নারী ও গল্প নয় বেদনা, অমৃত লাল দত্তের তোমার বাস কোথা যে পথিক ও সুরাইয়া আক্তার রিমা চিশতী সম্পাদিত শতনারী পঙ্ক্তি মালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবি মাহবুবা চৌধুরী ও ফারহানা ইসলাম রুহীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সুরাইয়া আক্তার রিমা চিশতী। প্রেস বিজ্ঞপ্তি।