সাবেক সিটি মেয়র ও মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলমের আয়োজনে পবিত্র শবেবরাতের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বাদে মাগরিব এইচএম ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয়। হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র এম. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানে মেহমান ছিলেন আহলে সুন্নাতের খলিফা–ই আমীর মাওলানা উবায়েদ রেজা আতারী মাদানী।
এতে আরও আলোচনা করেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সারোয়ার আলম, ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোহাম্মদ মুবিন আতারী, মোহাম্মদ কামাল আতারী, মোহাম্মদ আবেদীন কাদেরী, বাদশা আলম, আল্লামা হযরত ছৈয়দ মোহাম্মদ ইউনুছ রজবী। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত–এর খলিফা–ই আমীর মাওলানা উবায়েদ রেজা আতারী মাদানী। পরে দুস্থদের মাঝের খাবার সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র এম. মনজুর আলম। পবিত্র শবেবরাতের তাৎপর্য শীর্ষক আলোচনায় আহলে সুন্নাত–এর খলিফাই আমীর মাওলানা উবায়েদ রেজা আতারী মাদানী বলেন, পবিত্র শবেবরাতের রাতে স্বয়ং আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদের আর্জি শুনেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। প্রেস বিজ্ঞপ্তি।