ড. আনোয়ারা আলমের গবেষণাগ্রন্থ ‘শিশির থেকে শবনম’ অগ্নিযুগের বিপ্লবী নারী গ্রন্থের প্রকাশন উৎসব গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শবনম খানম শেরওয়ানী বহুগুণের একজন মহীয়সী নারী। প্রীতিলতা ও কল্পনা দত্তের সাথে এই আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রে পরিচয় বন্ধুত্ব, প্রেম এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাঠানটুলী এলাকার ঐতিহাসিক খান বাড়ির সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় রাজনৈতিক কর্মী কবি লোকমান খান শেরওয়ানীর সাথে। চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম, শিক্ষাবিদ অধ্যক্ষ রীতা দত্ত, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক চা গবেষক আমিনুর রশীদ কাদেরী। শুভেচ্ছা বক্তব্য দেন, একাডেমির পরিচালক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর মিঞা, শবনম খানম শেরওয়ানীর নাতী হাসান মুরাদ।
অনুষ্ঠানে ড. ওবায়দুল করিম বলেন, শিশির থেকে শবনম তথ্যবহুল এই গ্রন্থে অনেক কিছু শেখার আছে, জানার আছে। গ্রন্থে সমৃদ্ধ একটি অতীতও আছে। এই গ্রন্থের মাধ্যমে ড. আনোয়ারা আলম শবনম খানম শেরওয়ানীকে প্রতিষ্ঠা করেছেন।
অধ্যক্ষ রীতা দত্ত বলেন, শবনম খানম শেরওয়ানী ডা. খাস্তগীর স্কুলের ছাত্রী ছিলেন। এই স্কুলের ছাত্রী ছিলেন বিপ্লবী প্রীতিলতা এবং কল্পনা দত্তসহ আরো অনেকেই। সভাপতির বক্তব্যে কবি রাশেদ রউফ প্রীতিলতা ও শবনমের নামে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তন কিংবা লাইব্রেরি নামকরণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












