আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে ও বারীয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক সভা গত ২০ ডিসেম্বর ফটিকছড়ি পৌর সদরের রাঙ্গামাটিয়া শফিকীয়া দরবার শরীফে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শফিকীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম শেফায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান, কঙবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাতুল আলম নয়ন, মৌলভী বাজার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক, মীর মুনিরীয়া দরবারের শাহজাদা মাওলানা কাজী মুহাম্মদ আবু জাফর মুনিরী, শাহজাদা মাওলানা আবু বক্কর মুনিরী, শাহজাদা আবু মোহছেন মুনিরী, মাওলানা মোহাম্মদ মুসলেহ উদ্দিন মাদানী ও আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা হাবিব আহমদ মুনিরী।
তকরির পেশ করেন মুফতি ওসমান গনি সালেহী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনচারী, হাফেজ কারি আহমদুল হক, গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী ও মাওলানা জুলফিকার আলী চৌধুরী। উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন, তৌহিদুল আলম, শিল্পপতি মোহাম্মদ হোসেন, সমাজসেবক আবছার উদ্দিন চৌধুরী প্রমুখ। মাহফিল উদ্বোধন করেন মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ফখর উদ্দীন কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বারীয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী।
মাওলানা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় আরো তকরির পেশ করেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নাছির উদ্দীন শফিকী, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওলানা সেলিম উদ্দিন শফিকী, মাওলানা আবুল কালাম আহমদী, মাওলানা মীর মহিউদ্দিন কাওছার ফয়েজী, মাওলানা মুনির উদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী। প্রেস বিজ্ঞপ্তি।











